করোনা সংক্রান্ত জটিলতার কারণে দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী।
রোববার এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি।
খবরে বলা হয়, সোনিয়া গান্ধীর অবস্থা স্থিতিশীল এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা এক টুইটবার্তায় বলেছেন,‘কংগ্রেস সভানেত্রী শ্রীমতি সোনিয়া গান্ধীকে করোনা সম্পর্কিত সমস্যার কারণে আজ গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।তার অবস্থা স্থিতিশীল এবং পর্যবেক্ষণের জন্য তাকে হাসপাতালে রাখা হবে। আমরা কংগ্রেসের সঙ্গে জড়িত সকল শুভানুধ্যায়ীদের তাদের উদ্বেগ ও শুভকামনার জন্য ধন্যবাদ জানাই।’
এর আগে ২ জুন করোনা পরীক্ষায় পজেটিভ শনাক্ত হন সোনিয়া গান্ধী। এর ফলে অর্থ-পাচারের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এর কাছে আরও সময় চেয়ে নেন তিনি।