প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

হিজাবের অনুমতি নেই, ফাইনাল পরীক্ষা দিলো না দুই ছাত্রী

আন্তর্জাতিক ডেস্ক
২২ এপ্রিল ২০২২ ১২:১৬:৪৫ | আপডেট: ২ years আগে
হিজাবের অনুমতি নেই, ফাইনাল পরীক্ষা দিলো না দুই ছাত্রী

ভারতের কর্ণাটকে হিজাব পরে ক্লাস-পরীক্ষা দেয়ার দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছিল, তা পরবর্তীতে গড়ায় আদালত পর্যন্ত। আদালতও রাজ্য সরকারের দেয়া নিষেধাজ্ঞার আলোকেই রায় দেন।

এরই মধ্যে ঘটেছে আরেক ঘটনা। কর্ণাটকের উদুপির বিদ্যাদয় পিইউ কলেজে দ্বাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষায় হিজাব পরে অংশ নেয়ার আবেদন করেছিলেন আলিয়া আসাদি এবং রেশম নামের দুই ছাত্রী। কিন্তু পরিদর্শক ও কলেজ অধ্যক্ষকে তারা বারবার বলার পরও অনুমতি না পাওয়ায় পরীক্ষা না দিয়েই তারা পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে যায়। খবর এনডিটিভি’র।

শুক্রবার প্রকাশিত ওই প্রতিবেদনে আরও বলা হয়, এই দুজনই শ্রেণিকক্ষে হিজাবের অনুমতি দেয়ার জন্য আদালতের কাছে আবেদন করেছিল। এর আগে তারা পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করলেও অনুমতি না পাওয়ায় পরীক্ষা দেননি।

পরীক্ষা পরিদর্শক এবং কলেজের অধ্যক্ষ রাজ্য সরকারের নিষেধাজ্ঞা বহাল রেখে আদালতের দেয়া আদেশের বাইরে বোরকা পরে পরীক্ষা দেয়ার অনুমতি দেননি।

এরপর ওই দুই ছাত্রী নিজেদের হিজাব খুলে পরীক্ষা না দেয়ার সিদ্ধান্ত নেয় এবং তারা পরীক্ষা না দিয়েই বেরিয়ে যায়।

অনুযায়ী কোনো ব্যতিক্রম অনুমতি দেওয়া হয়নি। তখন তাদের পরীক্ষা না দিয়ে চুপচাপ প্রাঙ্গণ ত্যাগ করতে দেখা যায়।