জাপানের সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি দক্ষিণাঞ্চলে সাগরে বিধ্বস্ত হয়ে থাকতে পারে। এক কর্মকর্তা বলেছেন, উড়োজাহাজের অংশের মতো বস্তু শনাক্ত করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
এক সংবাদ সম্মেলনে গ্রাউন্ড সেল্ফ ডিফেন্স ফোর্স-এর প্রধান ইয়াসুনোরি মরিশিতা বলেছেন, বৃহস্পতিবার দুপুরে রাডার থেকে ইউএইচ-৬০ ব্ল্যাক হক হেলিকপ্টার হারিয়ে যায়। এটি মিয়াকো দ্বীপের উত্তরে একটি গোয়েন্দা অভিযানে ছিল। উড়োজাহাজের ধ্বংসাবশেষ বলে ধারণাকৃত বস্তু ওই এলাকায় শনাক্ত করা হয়েছে।
অঞ্চলটিতে চীনের ক্রমবর্ধমান সামরিক কর্মকাণ্ড বৃদ্ধি মোকাবিলায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জাপান প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করেছে।
জাপানের একটি সংবাদমাধ্যম বলেছে, জাপানের কোস্ট গার্ডের জাহাজ তেল শনাক্ত করেছে, যা নিখোঁজ হেলিকপ্টারের বলে ধারণা করা হচ্ছে। তবে কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছেন।
মরিশিতা বলেছেন, হেলিকপ্টারটি আঞ্চলিক সামরিক কুমামোতে মোতায়েন করা হয়েছিল।