১৬ জন আরোহী নিয়ে রাশিয়ায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলীয় কামচাটকা উপত্যকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
এমআই-৮ মডেলের ওই হেলিকপ্টারটিতে ১৩ জন যাত্রী ও তিনজন ক্রু ছিলেন। ক্রু ছাড়া যাত্রীদের সবাই পর্যটক। এ ঘটনায় ৯ জনকে উদ্ধার করা গেলেও বাকি ৭ জন এখনও নিখোঁজ রয়েছেন।
এখনও হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।
রাশিয়ার কামচাটকা অঞ্চল পর্যটকদের কাছে অত্যন্ত অকর্ষণীয় স্থান। এটি মস্কো থেকে ৬ হাজার কিলোমিটার পূর্বে এবং আলাস্কা থেকে প্রায় ২ হাজার কিলোমিটার পশ্চিমে অবস্থিত।