প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

১ দিনে বিশ্বে আরও ৫ হাজার ১৩১ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১৯ মার্চ ২০২২ ০৯:৪৬:১৫ | আপডেট: ৩ years আগে
১ দিনে বিশ্বে আরও ৫ হাজার ১৩১ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ হাজার ১৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ লাখ ৯৩ হাজার ৮২৭ জনে।

এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১৮ লাখ ১০ হাজার ১৬ জন। এ নিয়ে বিশ্বে মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৪৬ কোটি ৮৪ লাখ ২৪ হাজার ৬১৪ জনে।

শনিবার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

২৪ ঘণ্টায় বিশ্বে সর্বোচ্চ সংক্রমণ হয়েছে সাউথ কোরিয়ায়। এসময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭ হাজার ১৭ জন। একই সময়ে দেশটিতে মারা গেছেন ৩০১ জন। এ নিয়ে সাউথ কোরিয়ায় সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬ লাখ ৫৭ হাজার ৬০৯ জনে।

তবে দৈনিক প্রাণহানিতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭২১ জন। এসময়ে ভাইরাসটিতে শনাক্ত হয়েছেন ৩২ হাজার ২৩৬ জন। দেশটিতে এ পর্যন্ত ৮ কোটি ১৩ লাখ ৮৮ হাজার ৫৯০ জন সংক্রমিত এবং ৯ লাখ ৯৭ হাজার ১৩৬ জনের মৃত্যু হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।