প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

২০ লাখ শরণার্থী ইউক্রেন থেকে পালিয়েছে: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
০৮ মার্চ ২০২২ ২১:৪২:০৬ | আপডেট: ২ years আগে
২০ লাখ শরণার্থী ইউক্রেন থেকে পালিয়েছে: জাতিসংঘ

জাতিসংঘের তথ্যমতে, রাশিয়ার আগ্রাসনের ফলে ইউক্রেন থেকে পালিয়ে যাওয়া শরণার্থীর সংখ্যা ২০ লাখে পৌঁছেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে বড় গণঅভিবাসন শুরু হয়েছে।

মঙ্গলবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি এক টুইটে বলেছেন, ‘আজ ইউক্রেন থেকে পালিয়ে যাওয়া শরণার্থীর সংখ্যা ২০ লাখে পৌঁছেছে।’

এদিন বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার নতুন প্রচেষ্টা হিসেবে নিরাপদ করিডোর বরাবর ব্যবহার শুরু করা হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় শহর সুমি থেকে বেরিয়ে যাওয়ার পথটি ছিল রুশদের অনুমোদিত পাঁচটি পথের মধ্যে একটি।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাশেলেট ইউক্রেনে যুদ্ধে আটকে পড়া সব বেসামরিক নাগরিককে নিরাপদে চলে যাওয়ার ব্যাপারে জোর দেন। মঙ্গলবার তিনি বলেন, বিভিন্ন এলাকায় যুদ্ধাবস্থার মধ্যে আটকে থাকা বেসামরিক নাগরিকদের নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

ব্যাশেলেট জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলকে আরও বলেছেন, তার অফিস ইউক্রেনপন্থী কর্মীদের পূর্ব ইউক্রেনের অঞ্চলে নির্বিচারে আটক করার খবর পেয়েছে, যে অঞ্চলটি সম্প্রতি ‘সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে’ এসেছে।

তিনি আরও বলেন, সরকার নিয়ন্ত্রিত এলাকায় রুশপন্থী বলে বিবেচিত লোকদের মারধরের খবর পাওয়া গেছে।