প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ৬ হাজার ৭৪১ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর ২০২১ ০৮:৫৮:১৮ | আপডেট: ৩ years আগে
২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ৬ হাজার ৭৪১ মৃত্যু

গত কয়েকদিন যাবত করোনাভাইরাস পরিস্থিতি কিছুটা স্বস্তির আভাস দিলেও এর প্রভাব এখনো কমেনি। ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে নতুন করে মৃত্যুর তালিকায় যোগ হয়েছে আরও ৬ হাজার ৭৪১ জনের নাম। আর এ সময় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৯ হাজার ৬১৪ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২৩ কোটি ৯৪ লাখ ৭২ হাজার ৭১৪ জনের শরীরে। মৃত্যু হয়েছে ৪৮ লাখ ৮১ হাজার ৪৮৭ জনের। সুস্থ হয়েছেন ২১ কোটি ৬৮ লাখ ২৩ হাজার ৮৭১ জন।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৫৪ লাখ ৩১ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৭ লাখ ৩৭ হাজার ৫৮৪ জনের।

দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। সেখানে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪০ লাখ মানুষের। এই মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৫১ হাজার ২২০ জনের।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ১৫ লাখ ৯০ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৬ লাখ ১ হাজার ৪৪২ জনের।

তালিকায় ২৯ নম্বরে থাকা বাংলাদেশে করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৩ হাজার ৫০১ জনের এবং মৃত্যু হয়েছে ২৭ হাজার ৭১৩ জনের। এখন করোনা রোগী রয়েছেন ১০ হাজার ৬২০ জন।