গত ২৪ ঘণ্টায় বিশ্বে মহামারি করোনাভাইরাসের মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও ১০ হাজার ৩৭১ জনের নাম। আর নতুন করে আক্রান্তের খাতায় নাম লিখিয়েছেন ৭ লাখ ২২৭ জন।
শুক্রবার আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার এর বরাত দিয়ে এ তথ্য জানা যায়।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৩ লাখ ৪৮ হাজার ০৭৮ জন। মোট আক্রান্ত হয়েছেন ২০ কোটি ৬২ লাখ ৪০ হাজার ৭৯৯ জন। সুস্থ হয়েছেন ১৮ কোটি ৫০ লাখ ৮৭ হাজার ৫০৯ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।