প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

২৪ ঘণ্টায় বিশ্বে ৮১৬ মৃত্যু, শনাক্ত প্রায় ৬ লাখ

আন্তর্জাতিক ডেস্ক
০১ আগস্ট ২০২২ ১০:০৮:২৮ | আপডেট: ২ years আগে
২৪ ঘণ্টায় বিশ্বে ৮১৬ মৃত্যু, শনাক্ত প্রায় ৬ লাখ

২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে আরও ৮১৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৫ লাখ ৭৯ হাজার ২৫৮ জন। 

সোমবার সকালে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হিসাব রাখা আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে; বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ১৯ হাজার ৮৩৩ জনে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ কোটি ২১ লাখ ৭৩ হাজার ৪৮৫ জনে। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছে ৫৫ কোটি ২৩ লাখ ২৯ হাজার ৫৮৭ জন।

জাপানে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে ২ লাখ ১২ হাজার ৯৬০ জনের বেশি করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯১ জন। এ সময়ে সবচেয়ে বেশি ১০৯ জন মারা গেছেন মেক্সিকোতে। এই ২৪ ঘণ্টায় দেশটিতে ১৯ হাজার ৩৫২ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে মারা গেছেন ৪১ জন এবং আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৪৪৯ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৩৩২ জন এবং মারা গেছেন ৮ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৫৩৫ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৭৩ হাজার ৫৮৯ জন এবং মারা গেছেন ২০ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৯৬৬ জন এবং মারা গেছেন ৮৩ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২০৫ জন এবং মারা গেছেন ১০ জন। থাইল্যান্ডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৬৪ জন এবং মারা গেছেন ২৬ জন।

চিলিতে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৯৭ জন এবং মারা গেছেন ২৫ জন। তাইওয়ানে মারা গেছেন ৩৪ জন এবং আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৬৯ জন। ইরানে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৭২৭ জন এবং মারা গেছেন ৬১ জন। রাশিয়ায় মারা গেছেন ৩৮ জন এবং আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৪৯৮ জন। নিউজিল্যান্ডে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৫৬ জন এবং মারা গেছেন ২৩ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৯৩০ জন এবং মারা গেছেন ৪১ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর তা সারাবিশ্বে ছড়িয়ে পড়ে।