প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

২ সপ্তাহের জামিন পেলেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক
১২ মে ২০২৩ ১৬:৩৫:৪৫ | আপডেট: ১ year আগে
২ সপ্তাহের জামিন পেলেন ইমরান খান
ছবি: ডন

আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে ২ সপ্তাহের জামিন দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব এবং বিচারপতি সামান রাফাত ইমতিয়াজের সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ ইমরান খানের জামিন আবেদন মঞ্জুর করেন।

ডননিউজ জানিয়েছে, ইমরানের আইনজীবীরা চারটি অতিরিক্ত আবেদনও দাখিল করেছেন যা আইএইচসিকে ইমরানের বিরুদ্ধে সমস্ত মামলা একত্রিত করতে এবং তার বিরুদ্ধে নথিভুক্ত করা মামলাগুলোর বিশদ বিবরণ দেয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার আহ্বান জানিয়েছে।

এর আগে বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্ট ইমরান খানের গ্রেপ্তারকে অবৈধ ঘোষণা করেছেন। পাশাপাশি তাকে দ্রুত মুক্তি দিতে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোকে (এএনবি) নির্দেশও দিয়েছেন। এরপরেই শুক্রবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইমরান খান ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) নেয়া হয়।

উল্লেখ্য, ইমরান খানকে মঙ্গলবার বিকেলে ইসলামাবাদে হাইকোর্টের বাইরে থেকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয়। এরপরই পাকিস্তানজুড়ে বিক্ষোভ করেছে পিটিআই সমর্থকরা। সারাদেশে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যকার সংঘর্ষে কমপক্ষে ১০ জন নিহত এবং এক হাজার ৭৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।

দেশটির ফেডারেল সরকার বিক্ষোভকারীদের থামাতে এবং আইনশৃঙ্খলা নিশ্চিত করতে রাজধানী ইসলামাবাদ এবং পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের প্রধান শহরগুলোতে সেনাবাহিনী মোতায়েন করেছে।