প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

৩৭৯ যাত্রী নিয়ে রানওয়েতে অবতরণের পর আগুনের কবলে উড়োজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
০২ জানুয়ারি ২০২৪ ১৯:১৭:৩৪ | আপডেট: ১ year আগে
৩৭৯ যাত্রী নিয়ে রানওয়েতে অবতরণের পর আগুনের কবলে উড়োজাহাজ

জাপান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ মঙ্গলবার ২ জানুয়ারি টোকিওর হানেদা বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করার পর সেটিতে আগুন ধরে যায়। এসময় উড়োজাহাজটিতে ৩৭৯ জন যাত্রী ছিল।

এনডিটিভি জানিয়েছে, আগুন ধরার পরপরই উড়োজাহাজটিতে থাকা যাত্রী এবং কেবিন ক্রুদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

জানা গেছে, রানওয়েতে অবতরণের পর উড়োজাহাজটির সাথে দেশটির কোস্ট গার্ডের একটি উড়োজাহাজের সংঘর্ষ হয়। এর পরেই যাত্রীবাহী উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। উড়োজাহাজটি উত্তর জাপানের হোক্কাইডো দ্বীপের সাপোরো বিমানবন্দর থেকে হানেদা বিমানবন্দরে এসেছিল।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা ভিডিওতে দাউ দাউ করে উড়োজাহাজটিতে আগুন জ্বলতে দেখা যায়। এসময় চারদিক কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে ছিল। ভিডিওতে উদ্ধারকর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে দেখা যায়।