প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

৩ মাস পর ভারতে ৪০ হাজারের নিচে শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুন ২০২১ ১১:৩৩:২০ | আপডেট: ৩ years আগে
৩ মাস পর ভারতে ৪০ হাজারের নিচে শনাক্ত

ভারতে কমতে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ৩৭ হাজার ৫৬৬ জন। এসময় সংক্রমণের হার ছিল মাত্র ২.১২ শতাংশ।

মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার তিন মাস পর এই প্রথম ভারতে দৈনিক সংক্রমণ ৪০ হাজারের নিচে নেমেছে।

দৈনিক সংক্রমণের পাশাপাশি দেশটিতে মৃত্যুও কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৯০৭ জন।

এর আগেরদিন দেশটিতে দৈনিক সংক্রমণ ছিল ৪৬ হাজার ১৪৮ জন। এসময় মৃত্যু হয়েছিলো ৯৭৯ জনের।

এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৬৩৭ জন। আর দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩ লাখ ১৬ হাজার ৮৯৭ জন।

ভারতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট ২ কোটি ৯৩ লাখ ৬৬ হাজার ৬০১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৬ হাজার ৯৯৪ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশটির সক্রিয় রোগী কমেছে আরও ২০ হাজার ৩৩৫ জন। এই মুহূর্তে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ৫ লাখ ৫২ হাজার ৬৫৯ জন।