প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

৩ মিনিটের জুম মিটিংয়ে ৯০০ কর্মী ছাঁটাই

আন্তর্জাতিক ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২১ ১৩:৩২:১০ | আপডেট: ২ years আগে
৩ মিনিটের জুম মিটিংয়ে ৯০০ কর্মী ছাঁটাই
৯০০ কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দেয়ার সময় বিশাল গর্গ।

নিজ প্রতিষ্ঠানের ৯০০ কর্মীকে জুম মিটিংয়ে ডেকেছিলেন বেটার ডট কমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিশাল গর্গ। কিন্তু সেখানে অংশ নেওয়া কর্মীরা হয়তো কল্পনাও করেননি তাদের সঙ্গে ঠিক কী হতে যাচ্ছে! তবে ওই জুম মিটিংয়ে অংশ নেওয়া সবাইকে একযোগে ছাঁটাই করেছেন প্রতিষ্ঠানটির এই ভারতীয় প্রধান।

গত বুধবার ওই জুম ওয়েবিনারটি অনুষ্ঠিত হয়। ওই জুম মিটিংয়ের ভিডিওটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সেই ওয়েবিনারের একটি কল রেকর্ড পেয়েছে মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন।

সেখানে শুরুতেই কর্মীদের উদ্দেশে বিশাল গার্গকে বলতে শোনা যায়, ‘আপনারা যারা এই ফোনকলে অংশ নিয়েছেন তারা সেই দুর্ভাগাদের মধ্যে একজন, যাদের ছাঁটাই তালিকায় রাখা হয়েছে। এই মুহূর্ত থেকে আপনার চাকরি নেই।’

আকস্মিকভাবে ছাঁটাইয়ের ব্যাখ্যায় বাজারের অবস্থা, কর্মীদের পারফরমেন্স এবং প্রডাক্টিভিটির কথা উল্লেখ করেছেন বিশাল গার্গ। 

তিনি বলেন, আমাদের কোম্পানি ক্রান্তিকাল অতিক্রম করছে। এ পরিস্থিতিতে, প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে অন্তত ১৫ শতাংশ কর্মী ছাঁটাই করতে হবে। তাই যে ৯০০ কর্মী এই জুমকলে অংশ নিয়েছেন তাদের সবাইকে চাকরিচ্যুত করা হলো।

গণহারে ছাঁটাই করলেও চাকরি হারানো কর্মীদের ৪ সপ্তাহের বেতন, এক মাস সম্পূর্ণ সুযোগ-সুবিধা এবং দু’মাসের বিমার প্রিমিয়াম দেয়া হবে বলেও জানিয়েছেন বিশাল গার্গ।

এদিকে এ ঘটনায় সারা বিশ্বে বইছে সমালোচনার ঝড়। এমন পদক্ষেপকে কঠোর এবং ভয়ঙ্কর বলে উল্লেখ করেছেন অনেকেই।

জানা গেছে, ৩ মিনিটের ওই জুম মিটিংয়ে ছাঁটাই হওয়া ৯০০ কর্মী প্রতিষ্ঠানটির মোট কর্মীদের ১৫ শতাংশ। বরখাস্ত হওয়া কর্মীরা কোম্পানির ডাইভার্সিটি, ইক্যুইটি অ্যান্ড ইনক্ল্যুশন টিমের সদস্য ছিলেন।