প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

৪০ হাজার টন ডিজেল নিয়ে শ্রীলংকার পাশে ভারত

আন্তর্জাতিক ডেস্ক
০২ এপ্রিল ২০২২ ১৬:৩২:৩০ | আপডেট: ২ years আগে
৪০ হাজার টন ডিজেল নিয়ে শ্রীলংকার পাশে ভারত

অর্থনৈতিক সংকটে দিন দিন অবস্থার অবনতি হচ্ছে শ্রীলঙ্কার। দেশটির ডিজেল সংকট চরম আকার ধারণ করেছে। এ অবস্থার মধ্যেই দেশটিতে ৪০ হাজার টন ডিজেল পাঠিয়েছে প্রতিবেশী দেশ ভারত।

শনিবার সিলন পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান সুমিত উইজেসিংহের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।

খবরে বলা হয়, বেশ কয়েকদিন ধরে শ্রীলঙ্কার বহু পেট্রল পাম্পে কোনও জ্বালানি ছিল না। অরাজকতার আতঙ্কে পেট্রল পাম্পগুলোতে সেনা মোতায়েন করা হয়েছিল। এমন পরিস্থিতিতে দেশটিতে এক বিলিয়ন ক্রেডিট লাইনের অধীনে ৪০ হাজার টন ডিজেল পাঠাল ভারত।

এদিকে শীঘ্রই শ্রীলঙ্কায় চাল পাঠানোর কথাও জানিয়েছে ভারত। মূল্যস্ফীতির জেরে দেশটিতে চরম খাদ্য সংকট দেখা দিয়েছে।

জানা গেছে, শ্রীলঙ্কাকে ৪০ হাজার টন চাল পাঠাতে চলেছে ভারত। এর ফলে সেদেশের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে। ভারতের পট্টভী এগ্রো ফুডস নামক এক সংস্থা শ্রীলঙ্কা স্টেট ট্রেডিং (জেনারেল) কর্পোরেশনকে পাঠাচ্ছে এই চাল।

এদিকে মূল্যস্ফীতির জেরে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন লংকান নাগরিকরা। আগুনে জ্বলছে কলোম্বো। জারি করা হয়েছে জরুরী অবস্থা।

ভঙ্গুর অর্থনীতির কারণে জীবনধারণের বেহাল দশায় শ্রীলঙ্কা ছেড়ে ভারতে আসার চেষ্টা করছেন বহু তামিল। এই পরিস্থিতিতে তামিল মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে শ্রীলঙ্কা থেকে আসা অভিবাসীদের সাহায্যের আবেদন জানান।