প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

৫ হাজার রুশ সেনা নিহত, দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
০১ মার্চ ২০২২ ০৯:২১:২৩ | আপডেট: ২ years আগে
৫ হাজার রুশ সেনা নিহত, দাবি ইউক্রেনের
ট্যাংকের পাশে এক রুশ সেনার বরফ আচ্ছাদিত মরদেহ। ছবি: নিউইয়র্ক টাইমস

একদিকে আলোচনা, অন্যদিকে গোলাবর্ষণ অব্যাহত। এই যখন ইউক্রেনের পরিস্থিতি, তখন রাশিয়ার সামরিক অভিযানের শুরু থেকে এ পর্যন্ত ৫ হাজার ৩০০ রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

সোমবার ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ফেসবুক পেইজে দেয়া এক পোস্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ওই পোস্টে বলা হয়, গত ৫ দিনের সামরিক অভিযানে এ পর্যন্ত রুশ বাহিনীর ১৯১টি ট্যাংক, ২৯টি যুদ্ধবিমান, ২৯টি হেলিকপ্টার ও ৮১৬টি সাঁজোয়া যান ধ্বংস করেছে ইউক্রেনের সেনা বাহিনী।

অবশ্য, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি, তবে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশ্বাস, অভিযানের প্রাথমিক পর্যায়ে ইউক্রেনের তুলনায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়া।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল বিবিসি। মন্ত্রণালয়ের কর্মকর্তারা রুশ বাহিনীর ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকারও করেছেন, তবে নিহত সেনাদের সঠিক সংখ্যা সম্পর্কে কোনো তথ্য দেননি তারা। 

এদিকে, একের পর এক দখল হয়ে যাচ্ছে ইউক্রেনের বিভিন্ন শহর, রুশ বাহিনী এসব এলাকার নিয়ন্ত্রণ নিচ্ছে। যদিও বেলারুশ সীমান্তে ইউক্রেন ও রাশিয়ার মধ্যাকার প্রথম আলোচনা শেষ হয়েছে, কিন্তু রুশ বাহিনীর আগ্রাসন থামছে না।