আগাম নির্বাচনের তারিখ ঘোষণার জন্য শাহবাজ শরিফের সরকারকে ৬ দিনের সময় বেঁধে দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বিরোধী দল পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান। খবর ডনের।
স্থানীয় সময় বৃহস্পতিবার ইসলামাবাদের জিন্নাহ অ্যাভিনিউতে অনুষ্ঠিত ‘আজাদি মার্চ’-এ জনতার উদ্দেশে দেওয়া ভাষণে ইমরান খান এই আলটিমেটাম দেন।
বিক্ষোভকারীদের উদ্দেশে ইমরান খান বলেন, ‘দাবি পূরণ না হলে পুরো জাতিকে সাথে নিয়ে তিনি রাজধানীতে ফিরে আসবেন। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে, সরকার বিদায় না হওয়া পর্যন্ত আমি এখানে বসে থাকব। কিন্তু গত ২৪ ঘণ্টায় যা দেখেছি, তারা জাতিকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে।’
এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ‘রেড জোনে’ প্রবেশে করেছেন ইমরানের সমর্থকরা। বুধবার থেকে ইসলামবাদের ডি-চকে অপেক্ষায় ছিলেন তারা। ইমরান খান ইসলামাবাদের পৌঁছানোর পর বৃহস্পতিবার সকালে তারা রেড জোনে প্রবেশ করেন। এই রেড জোন রক্ষায় সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছিল পাকিস্তান সরকার।
আরও পড়ুন- ইসলামাবাদে ইমরান, রেড জোন রক্ষায় সেনা মোতায়েন
এর আগে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এক টুইটে বলেছেন, সংবিধানের ২৪৫ অনুচ্ছেদের অধীনে রেড জোনে সেনাবাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে সরকার।
পিটিআইর পক্ষ থেকে শান্তিপূর্ণ আন্দোলনের বিষয়ে আশ্বস্ত হওয়ার পর পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে গ্রেফতার না করার নির্দেশ দেন।