তুরস্ক-সিরিয়ার পর এবার ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। আজ শুক্রবার সকালে দেশটির উত্তরে মালুকু প্রদেশে এ কম্পন অনুভূত হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনা সংবাদমাধ্যম সিজিটিএন।
প্রতিবেদনে আরও বলা হয়, স্থানীয় সময় দিনগত রাত ৩টা ০২ মিনিটে ভূমিকম্প হয় যার কেন্দ্রস্থল ছিল মোরোতাই দ্বীপ জেলার ১৩৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং সমুদ্রতলের ১১২ কিলোমিটার গভীরে। তবে ভূমিকম্পের কম্পন নিকটবর্তী প্রদেশ উত্তর সুলাওয়েসিতেও অনুভূত হয়েছে।
ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড মিটিগেশন এজেন্সির মুখপাত্র আবদুল মুহারি বলেন, এখন পর্যন্ত ভূমিকম্পের কম্পনে ভবন বা অবকাঠামোগত কোনো ক্ষতি হয়নি।
মুখপাত্র ফোনের মাধ্যমে সিনহুয়াকে বলেন, ‘ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতি বা হতাহতের প্রাথমিক কোনো খবর নেই।’
উত্তর মালুকু প্রদেশের দুর্যোগ সংস্থার জরুরি ইউনিটের প্রধান ইউসরি এ কাসিমের মতে, মরোতাই দ্বীপ জেলার বাসিন্দারা কম্পন অনুভব করেছিলেন, কিন্তু তারা আতঙ্কিত হননি। উল্লেখ্য, ভৌগোলিক অবস্থানের কারণে ইন্দোনেশিয়া খুবই ভূমিকম্পপ্রবণ এলাকা। প্রায়ই অঞ্চলটিতে ভূমিকম্প হয়ে থাকে।