আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণার ৭০ বছরেরও বেশি সময়ের পরে ভারতে ফিরে এসেছে চিতাবাঘ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭২তম জন্মদিন উপলক্ষে আফ্রিকার নামিবিয়া থেকে একটি বিশেষ বিমানে আটটি চিতাবাঘ ভারতের মধ্য প্রদেশ রাজ্যে পৌঁছেছে।
শনিবার সকাল ৮টায় (স্থানীয় সময়) মধ্যপ্রদেশের গোয়ালিয়ায় চিতাবহনকারী বিমানটি অবতরণ করেছিল। পরে চিতাগুলোকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে কুনো ন্যাশনাল পার্কে নিয়ে যাওয়া হয়।
একজন সিনিয়র কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, আটটি চিতার মধ্যে পাঁচটি নারী এবং তিনটি পুরুষ, চিতাগুলো দুই থেকে ছয় বছর বয়সী। দ্রুতগতির চিতাগুলোকে এক মাস ধরে কোয়ারেন্টাইনের রাখার পর পার্কে ছেড়ে দেয়া হবে।