প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

৮ দিনের রিমান্ডে ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক
১০ মে ২০২৩ ১৮:০১:০৫ | আপডেট: ১ year আগে
৮ দিনের রিমান্ডে ইমরান খান
ইমরান খান। ছবি: সংগৃহীত

আল-কাদির ট্রাস্ট মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবলিটি ব্যুরো (এনএবি) হেফাজতে আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন একটি জবাবদিহিতা আদালত।

বুধবার পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার দুপুরে ইমরান খানকে আদালতে হাজির করে ১৪ দিনের রিমান্ড চায় এনএবি। তবে বিচারক মোহাম্মদ বশির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ইসলামাবাদের একটি দায়রা আদালত তোশাখানা মামলায় ইমরান খানকে অভিযুক্ত করে।

এ ঘটনার পর থেকেই দেশজুড়ে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থকদের ব্যপক বিক্ষোভ শুরু হয়েছে। ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, লাহোর, করাচি, গুজরানওয়ালা, ফয়সালাবাদ, মুলতান, পেশোয়ার এবং মারদানসহ সারা দেশের শহরে বিক্ষোভ করেছে পিটিআই সমর্থকরা। এর মধ্যে পেশোয়ারে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৪ জন নিহত হওয়ার খবর জানিয়েছে জিও নিউজ।

ইসলামাবাদ পুলিশ বলেছে, ১৪৪ ধারা বলবৎ আছে এবং লঙ্ঘনের জন্য ব্যবস্থা নেয়া হবে।

জিও নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের গ্রেপ্তার বৈধ বলে ঘোষণা করেছে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)।

তবে ইমরান খানের আইনজীবী ফয়সাল ফরিদ চৌধুরী বলেন, আদালত গ্রেপ্তার বৈধ ঘোষণা করেছে। ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের জন্য আমরা দলের নেতাদের সঙ্গে পরামর্শ করছি।

ইমরান খানকে মঙ্গলবার বিকেলে ইসলামাবাদে হাইকোর্টের বাইরে থেকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় ইমরানকে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তার মাথায় ও পায়ে আঘাত করা হয়েছে।