ভারতের রাজধানী নয়াদিল্লির কাছে নয়ডা শহরে নয় বছর আগে স্থাপিত দুটি আকাশচুম্বী ভবন রোববার দুপুর আড়াইটায় নিয়ন্ত্রিত এক বিস্ফোরকের সহায়তায় গুঁড়িয়ে দেয়া হয়েছে।
ভারতের সুপ্রিম কোর্ট গত বছরের আগস্টে ৪০ তলা বিশিষ্ট জোড়া এই বহুতল ভবন ভেঙে ফেলার নির্দেশ দেন। একটি বেসরকারি ডেভেলপার সুপারটেকের তৈরি ‘অ্যাপেক্স’ ও ‘সিয়ানে’ নামের এই বহুতল ভবন দুটিতে স্থাপনার নীতিমালা ভঙ্গের দায়ে এ আদেশ দেয়া হয়েছিল।
তিন হাজার ৭০০ কেজি বিস্ফোরক ব্যবহার করে জোড়া বহুতল ভবন দুটি ভেঙে ফেলা হয়। ভারতে এই প্রথম এতো উঁচু ভবন ভেঙে ফেলা হল।
স্থানীয় গণমাধ্যমকে ভেঙে ফেলার কাজে নিয়োজিত কোম্পানি এডিফিস ইঞ্জিনিয়ারিংয়ের উৎকর্ষ মেহতা বলেন, ‘যেমনটা ভেবেছিলাম ঠিক সেরকমই স্বল্পমাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আমরা ১০০ শতাংশ সফলতা অর্জন করেছি।’
স্থানীয় সরকারি কর্মকর্তা পূর্বেই স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরে সরিয়ে নেয় এবং বিপথগামী কুকুরগুলোকে পশু কেন্দ্রে নিয়ে যায়।