বেআইনি নির্মাণের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে রোববার দুপুর আড়াইটার দিকে ভেঙে ফেলা হবে ভারতের নয়ডার টুইন টাওয়ার। (খবর এনডিটিভির)
কুতুব মিনারের থেকেও উঁচু এই বহুতল ভাঙাকে ঘিরে সরগরম গোটা দেশ।
বহুতল এ ভবন ধ্বংসের আগে সব রকম সতর্কতামূলক পদক্ষেপ নেয়া হয়েছে। রোববার সকাল থেকে অট্টালিকার আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
নয়ডার টুইন টাওয়ার ধ্বংসের দায়িত্বে থাকা সংস্থার প্রধান (প্রজেক্ট হেড) উৎকর্ষ মেটা বলেন; ‘বহুতল ধ্বংসের সময় ঘটনাস্থল থেকে ১০০ মিটার দূরত্বে থাকবেন মাত্র ছ’জন। এই ছ’জনের মধ্যে এক পুলিশকর্মী, দক্ষিণ আফ্রিকা থেকে বহুতল ধ্বংসের কাজে আসা তিন বিশেষজ্ঞ ও দুই ‘ব্লাস্টার’ (বহুতল ভাঙার জন্য বিস্ফোরণ ঘটাতে বিশেষজ্ঞ)। মাত্র ন’সেকেন্ডেই গুঁড়িয়ে ফেলা হবে বহুতল।’
পুলিশের পক্ষ থেকে অট্টালিকার ৪৫০ মিটারের মধ্যে কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে দমকল বাহিনী ও অ্যাম্বুলেন্স।
নয়ডার এই টুইন টাওয়ার বেআইনিভাবে নির্মিত হয়েছে বলে অভিযোগ করা হয়। দু’টি টাওয়ারের মধ্যে দূরত্ব ১৬ মিটার থাকার কথা বলা হয়েছিল। কিন্তু এ ক্ষেত্রে সেই দূরত্ব রয়েছে মাত্র ন’মিটার।