প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

অক্সিজেনের অভাবে ৪ দিনে ৭৫ রোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১৪ মে ২০২১ ২৩:২৮:৫২ | আপডেট: ৩ years আগে
অক্সিজেনের অভাবে ৪ দিনে ৭৫ রোগীর মৃত্যু

ফের অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে ভারতের গোয়া মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার সকালে অক্সিজেনের অভাবে সেখানে ১৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ১৫। তার আগের দিন অক্সিজেনের অভাবে মারা যায় ২১ জন। মঙ্গলবার ২৬ জনের মৃত্য হয়।

সব মিলিয়ে গত চার দিনে ওই হাসপাতালে ৭৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে অক্সিজেনের অভাবে। এটি রাজ্যের সবচেয়ে বড় কোভিড স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে।

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত দাবি করেছিলেন যে, অক্সিজেনের কোনো অভাব নেই রাজ্যে। বিষয়টি লঘু করে দেখাতে চেয়ে তিনি বলেন, হয়তো অক্সিজেন পাওয়া আর তার সরবরাহের মধ্যে সময়ের ব্যবধানের জন্য এমন কিছু হয়ে থাকতে পারে।

এদিকে, এই ঘটনার তদন্তের স্বার্থে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে বৃহস্পতিবার। তিন দিনের মধ্যে সেই কমিটিকে রিপোর্ট পেশ করতে হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় পাওয়া হিসেব অনুযায়ী, গোয়ার পজিটিভিটি হার ৪৮.১ শতাংশ। গোটা দেশের মধ্যে গোয়াতেই পজিটিভিটির হার সবচেয়ে বেশি। সেরাজ্যে গড়ে প্রত্যেক সেকেন্ডে একটা রিপোর্টের ফল পজিটিভ হচ্ছে। এরই মধ্যে গোয়ার মেডিক্যাল কলেজ হাসপাতাল করোনা সংক্রামিত রোগীতে ভরে গেছে। নতুন কোনো রোগী ভর্তির জায়গা নেই, সম্প্রতি যারা ভর্তি হয়েছেন, তারাও মাটিতে রয়েছেন। এর মাঝে অক্সিজেনের অভাবে এভাবে রোগী মৃত্যু ভাবিয়ে তুলেছে সবাইকে।