অর্থনৈতিক বিপর্যয়ে কার্যত অচল হয়ে পড়েছে শ্রীলঙ্কা। এ অবস্থায় সরকারের ব্যর্থতার জেরে দেশটির মন্ত্রিসভার সব সদস্য পদত্যাগ করেছেন। খবর আলজাজিরার।
রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসে এবং তার বড় ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ছাা ২৬ জন মন্ত্রীর সবাই রোববার গভীর রাতের বৈঠকে পদত্যাগ করেছেন। পরে দেশটির শিক্ষামন্ত্রী দিনেশ গুনাবর্র্দেনা সাংবাদিকদের জানিয়েছেন।
তিনি বলেনন, “সকল মন্ত্রী তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন যাতে রাষ্ট্রপতি একটি নতুন মন্ত্রিসভা গঠন করতে পারেন।”
গুনাবর্র্দেনা বলেছেন, “ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট নিয়ে আলোচনা করার পর পদত্যাগের এ সিদ্ধান্ত নেয়া হয়।”
দক্ষিণ এশীয় ২২ মিলিয়ন জনসংখ্যার দেশটিতে খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র ঘাটতির বিরুদ্ধে জনগণের ক্ষোভের মধ্যে যারা পদত্যাগ করেন তাদের মধ্যে শক্তিশালী রাজাপাকসে পরিবারের আরও তিন সদস্য ছিলেন।
দ্বীপরাষ্ট্রটিজুড়ে বিক্ষোভ এবং নভেম্বর ২০১৯ সালে ক্ষমতায় ফিরে আসা রাজাপাকসে পরিবারের পদত্যাগের দাবিতে রোববার হাজার হাজার মানুষ সপ্তাহান্তে কারফিউ ভাঙার পর পদত্যাগের এ পদক্ষেপ নেয়া হয়।