প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

অধিবেশন দুপুর পর্যন্ত মুলতবি, ঝুলছে ইমরানের ভাগ্য

০৯ এপ্রিল ২০২২ ১৩:০১:২৪ | আপডেট: ২ years আগে
অধিবেশন দুপুর পর্যন্ত মুলতবি, ঝুলছে ইমরানের ভাগ্য
ছবি- সংগৃহীত

পাকিস্তানে গুরুত্বপূর্ণ জাতীয় অধিবেশন শুরুর পর তা বাংলাদেশ সময় দুপুর ১.৩০ পর্যন্ত মুলতবি করা হয়েছে।

বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ১১টায় অধিবেশন শুরু হয়। কিছুক্ষণ পরই অধিবেশন ১.৩০ পর্যন্ত মুলতবি করা হয়।

এদিন পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের ভোটের মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। আজকের অধিবেশনেই তার ভাগ্য নির্ধারণ হবে।

অধিবেশনের সভাপতিত্ব করছেন স্পিকার আসাদ কায়সার। সেখানে উপস্থিত রয়েছেন ১১৭ জন বিরোধী সদস্য। পার্লামেন্টের বাইরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

শুক্রবার জাতীর উদ্দেশে দেয়া ভাষণে ভারতের বিদেশ নীতির প্রশংসা করেছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর সেই প্রশংসার তীব্র সমালোচনা করলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ কন্যা মরিয়ম নওয়াজ শরিফ।

তিনি বলেন, অতই যদি ভারতকে ভাল লাগে তবে উনি ভারতে চলে যান।

ইমরান ভাষণে ভারতের বিদেশনীতির প্রশংসা করে বলেন বলেন, ‘কোনও বড় শক্তি ভারতকে কোনও নির্দেশ দিতে পারে না। আমরা ২২ কোটি মানুষ। বাইরে থেকে কেউ ২২ কোটি মানুষকে এই নির্দেশ দিচ্ছে, এটা অপমানজনক।

অনাস্থা ভোটের আগে দেশবাসীর উদ্দেশে ভাষণ দিলেন পাক প্রধানমন্ত্রী। সুপ্রিম কোর্টের রায়কে মেনে নিয়েও ইমরান খান বলেন, বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নিয়ে তদন্ত করল না শীর্ষ আদালত। একটি দীর্ঘ টেলিভিশন ভাষণে তিনি ফের বিরোধীদের বিরুদ্ধে ঘোড়া কেনাবেচার অভিযোগ তুললেন।

পাক প্রধানমন্ত্রী বলেন, আমি বিশ্বের নানা দেশ ঘুরেছি, কিন্তু কোথাও এমন খোলামেলা দুর্নীতি দেখিনি।

দেশটির শীর্ষ গণমাধ্যম দ্য ডন বলছে, পাকিস্তান মুসলিম লিগ, নওয়াজের (পিএমএল-এন) সভাপতি ও প্রধান বিরোধীদলীয় নেতা শেহবাজ শরিফের নেতৃত্বে যেভাবে বিরোধী দলগুলো এককাট্টা হয়েছে, তাতে অস্বাভাবিক কিছু না ঘটলে প্রথমবারের মতো দেশের কোনো প্রধানমন্ত্রীকে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে বিদায় নিতে হবে। তাই বিশ্বজয়ী ক্রিকেটার থেকে রাজনীতির ময়দান হয়ে প্রধানমন্ত্রী হওয়া ইমরান খানের ভবিষ্যৎ কী হয়, তা নিয়ে পাকিস্তানের জাতীয় পরিষদের আজকের অধিবেশনের দিকে চোখ সবার।