প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

অন্ধ্র প্রদেশে বন্যায় ১৭ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২০ নভেম্বর ২০২১ ১৬:৪৩:৪৬ | আপডেট: ২ years আগে
অন্ধ্র প্রদেশে বন্যায় ১৭ মৃত্যু

দক্ষিণ ভারতের অন্ধ্র প্রদেশে ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বন্যার পানিতে ভেসে গেছে আরও ১০০ জনের বেশি।

শনিবার দেশটির একজন জ্যেষ্ঠ দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা এ তথ্য জানান।

তিনি বলেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাদাপা জেলা এবং মন্দিরের শহর তিরুপতি। শুক্রবার বন্যায় আন্নামাইয়া বাঁধ ভেঙ্গে যাওয়ায় কাদাপায় আটজন মারা যান। এসময় দুটি সরকারি বাস বন্যার পানিতে ভেসে যায়।

ওই কর্মকর্তা আরও বলেন, দিনব্যাপী অভিযানের পর ২০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো কমপক্ষে ৫০ জন নিখোঁজ রয়েছে। আমরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছি।

স্থানীয় টিভি চ্যানেলে প্রকাশিত ভিডিও ফুটেজে তিরুপতি শহরে শত শত তীর্থযাত্রীকে বন্যায় আটকে থাকতে দেখা যায়। অন্যদিকে চিত্তর জেলায় বন্যায় কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেল থেকে দেশটির ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) স্থানীয় পুলিশের সহযোগিতায় ত্রাণ ও উদ্ধার অভিযান চালাচ্ছে।

এনডিআরএফ কর্মকর্তারা জানান, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় হেলিকপ্টারে করে উদ্ধার কাজ চালানো হচ্ছে।

এর আগে গত মাসে উত্তরাখণ্ডে আকস্মিক বন্যা ও ভূমিধসে ২৩ জন মানুষ মারা যায়। আর কেরালায় বন্যায় অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে।