প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

চরম অর্থনৈতিক সংকটে লাগাতার বিক্ষোভ

অবশেষে পদত্যাগের পথে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, ভাঙছে মন্ত্রিসভা

আন্তর্জাতিক ডেস্ক
০৮ মে ২০২২ ০৯:২৬:১৯ | আপডেট: ২ years আগে
অবশেষে পদত্যাগের পথে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, ভাঙছে মন্ত্রিসভা

লাগাতার আন্দোলনের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করতে যাচ্ছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের অনুরোধে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। খবর কলম্বো পেজ, এনডিটিভি ও হিন্দুস্থান টাইমসের।

প্রতিবেদনে বলা হয়, মন্ত্রিসভার ওই বৈঠকে ছোট ভাই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে প্রধানমন্ত্রীর পদ থেকে মাহিন্দা রাজাপাকসকে সরে যেতে অনুরোধ জানালে তিনি তাতে ইতিবাচক সাড়া দেন। প্রধানমন্ত্রীর পদ থেকে রাজাপাকসে পদত্যাগ করলে মন্ত্রিসভাও থাকছে না।

প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে সোমবার এক বিশেষ বিবৃতিতে তার পদত্যাগের ঘোষণা দেবেন বলে শ্রীলঙ্কান গণমাধ্যম কলম্বো পেজ- এর ওই প্রতিবেদনে বলা হয়েছে।

নজিরবিহীন অর্থনৈতিক সংকটের জন্য দায়ী করে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশটিতে বেশ কিছুদিন ধরে বিক্ষোভ চলছে।

বিক্ষোভকারীদের দমাতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পাঁচ সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারে মতো শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করা হলো। দেশব্যাপী ধর্মঘট ও ব্যাপক বিক্ষোভের মধ্যে গত শুক্রবার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এ জরুরি অবস্থা জারি করেন।