প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

‘অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টিকারী’ সংস্কারের জন্য ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
১৮ অক্টোবর ২০২২ ১০:১৫:৫৩ | আপডেট: ২ years আগে
‘অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টিকারী’ সংস্কারের জন্য ক্ষমা চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস। আপাতত পদত্যাগ করছেন না এ ব্রিটিশ নেতা। টোরিদের পরবর্তী সাধারণ নির্বাচনে নেতৃত্ব দেবেন বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে লিজ ট্রাস বলেছেন, ‘আমি দায় স্বীকার করতে চাই এবং ভুলের জন্য দুঃখিত।’

এর আগে আর্থিক পরিকল্পনায় পরিবর্তন এনে ‘অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টিকারী’ সংস্কারগুলো এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলে লিজ ট্রাস প্রশাসন।

পরবর্তীতে বাজারকে স্থিতিশীল করার জন্য লিজ ট্রাসের পরিকল্পনার প্রায় সবকটি বাতিল করেছেন দেশটির নতুন অর্থমন্ত্রী জেরেমি হান্ট। এরপরই গণমাধ্যমের কাছে নিজ ভুলের জন্য ক্ষমা চান লিজ ট্রাস।

সাক্ষাৎকারে ব্রিটেনের নতুন এই প্রধানমন্ত্রী বলেন, ‘আমি কাজ করতে চেয়েছিলাম, করের সমস্যা মোকাবিলা এবং জ্বালানি বিল নিয়ে সাহায্য করতে, কিন্তু আমরা খুব বেশি এবং খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলি। এই সময় তিনি স্বীকার করেছেন, তার এক মাসের সামান্য বেশি প্রিমিয়ারশিপ নিখুঁত ছিল না।’

নির্বাচনী প্রচারে কর ছাড়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন লিজ। কিন্তু ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি থেকে সরে এসেছেন দেশটির কনজারভেটিভ পার্টির প্রধান ও প্রধানমন্ত্রী। মূলত এর জেরেই তার প্রধানমন্ত্রীর পদ এখন নড়বড়ে।