প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

অর্থনৈতিকভাবে কার্যত অচল শ্রীলঙ্কায় বিক্ষোভ, কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্ক
০১ এপ্রিল ২০২২ ১০:২০:০৫ | আপডেট: ২ years আগে
অর্থনৈতিকভাবে কার্যত অচল শ্রীলঙ্কায় বিক্ষোভ, কারফিউ জারি

খাদ্য সংকট, দ্রব্যমূল্য আকাশচুম্বী, মিলছে না তেল-পেট্রোল আর লোড শেডিংয়ে বিপর্যস্ত মানুষ; এ অবস্থায় অর্থনৈতিকভাবে কার্যত অচল হয়ে পড়েছে শ্রীলঙ্কা। রাজধানী কলম্বোসহ সারাদেশে শুরু হয়েছে বিক্ষোভ। এরই প্রেক্ষিত অনির্দিষ্টকালের জন্য জারি করা হয়েছে কারফিউ। খবর আলজাজিরার।

বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবনের কাছে বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষ হয় পুলিশের। এরপর জারি করা হয় কারফিউ।

দেশটির পুলিশের মহাপরিদর্শক সিডি বিক্রমরত্নে জানিয়েছেন, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত কারফিউ জারি থাকবে কলম্বোর বেশিরভাগ জেলায়।

গণমাধ্যমের খবরে বলা হয়, টানা ১৩ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় লোকজন সরকারের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বাসভবনের বাইরে জড়ো হন বিক্ষোভকারীরা। তারা রাজাপাকসের বাসভবন ঘেরাওয়ের চেষ্টা চালায়। এক পর্যায়ে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে তাদের সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ। পরে পুলিশের পক্ষ থেকে কারফিউ জারির ঘোষণা দেয়া হয়।