প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

অল্প সংখ্যক ছাত্রী নিয়ে খুলেছে আফগানিস্তানের প্রাথমিক বিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২১ ১৩:০৭:৩৯ | আপডেট: ৩ years আগে
অল্প সংখ্যক ছাত্রী নিয়ে খুলেছে আফগানিস্তানের প্রাথমিক বিদ্যালয়

পৃথক শ্রেণীকক্ষে পাঠদান ব্যবস্থার অধীনে শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরেছে প্রাথমিক পর্যায়ের অল্প সংখ্যক আফগান ছাত্রী। কিন্তু মাধ্যমিক স্তরে অধ্যয়ন ছাত্রীরা কবে নাগাদ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরতে পারবে সে বিষয়ে এখনো কোনো ধারণা পাওয়া যায়নি।

গতমাসে আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেয় তালেবান। এরপর থেকেই সেখানকার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

তালেবান কর্মকর্তারা বলছেন, তারা মেয়েদের শিক্ষা গ্রহণের উপর নিষেধাজ্ঞাসহ আগেরবারের মতো মৌলবাদী নীতিতে ফিরে আসবে না।

কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর তালেবান প্রতিশ্রুতি দিয়েছে, মেয়েরাও পড়াশোনা করতে পারবে। কিন্তু সেটা শুধুমাত্র পৃথক শ্রেণীকক্ষে।

কাবুলের একটি বেসরকারি স্কুলের শিক্ষক নাজিফ জানান, তালেবান কাবুলের দখল নেওয়ার আগে তাদের মিশ্র শ্রেণীকক্ষ ছিল। কিন্তু তালেবানরা ক্ষমতা দখলের পর পুনরায় স্কুল খোলার জন্য পৃথক শ্রেণিকক্ষের ব্যবস্থা করেছেন।

তিনি বলেন, মেয়েরা সকালে এবং ছেলেরা বিকেলে পড়াশোনা করে। পুরুষ শিক্ষকরা ছেলেদের এবং নারী শিক্ষকরা মেয়েদের পড়ান।

এদিকে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান প্রাথমিক এবং মাধ্যমিক উভয় স্তরেই পাঠদান করে থাকে সেসব খোলার ব্যাপারে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কিন্তু শুক্রবার দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শীঘ্রই ছেলেদের মাধ্যমিক বিদ্যালয়গুলোকে পুনরায় খুলে দেওয়া হবে। কিন্তু মেয়েদের ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তের কথা সেখানে উল্লেখ করা হয়নি।

মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের পড়ানো হাদিস রেজায়ে বলেন, তারা (নারী শিক্ষার্থীরা) সরকারি ঘোষণার জন্য অপেক্ষা করছে, যেন তারা আবার পড়াশোনা শুরু করতে পারে।"

শনিবার তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ স্থানীয় বখতার বার্তা সংস্থাকে জানিয়েছেন, মেয়েদের মাধ্যমিক বিদ্যালয় পুনরায় খোলার ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু তিনি কোনো নির্দিষ্ঠ তারিখ জানাননি।