প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্থনি আলবানিজ

আন্তর্জাতিক ডেস্ক
২১ মে ২০২২ ২১:৩৪:৩৪ | আপডেট: ২ years আগে
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্থনি আলবানিজ

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে জয় পেয়েছে লেবার পার্টি। এর ফলে আবারও অস্ট্রেলিয়ার ক্ষমতায় ফিরছে দলটি। লেবার পার্টির জয়ের পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হচ্ছেন দলটির নেতা অ্যান্থনি আলবানিজ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, অস্ট্রেলিয়ার নির্বাচনে এখনো ফল ঘোষণা করা হয়নি। এখনো পরিষ্কার নয় যে লেবার পার্টি এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পাবে নাকি তাদের শরিকদের সঙ্গে মিলে সরকার গঠন করবে। তবে ইতোমধ্যে পরাজয় স্বীকার করে নিয়েছে অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী ও লিবারেল পার্টির নতো স্কট মরিসন।

আলবানিজকে শুভেচ্ছা জানিয়ে মরিসন বলেছেন, ‘আমরা একটি ভয়াবহ অস্থির সময় পার করছি। এই ভাঙন ঠিক করা আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

অন্যদিকে, ইতোমধ্যে বক্তব্য দিয়েছেন অস্ট্রেলিয়ার হবু প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। তিনি তার বক্তব্যে বলেছেন, তিনি অস্ট্রেলিয়ানদের ঐক্যবদ্ধ রাখতে চান।

আলবানিজ বলেন, ‘আমি আমাদের সবার একই উদ্দেশ্য বুঝতে চাই এবং একতা বৃদ্ধি করতে চাই।ভয় ও আশা, ভয় ও বিভাজন বৃদ্ধি করতে চাই না।এটি একতাবদ্ধ ও মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করার সুযোগ, দুর্বলতার নয়।’