ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর বিশ্বজুড়ে জ্বালানির দামের অস্থিরতার কারণে সৃষ্ট অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে সহায়তা চেয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। (খবর এএফপি’র)
বিশ্বজুড়ে চলমান সংকটের মাঝে বাংলাদেশে সম্প্রতি লোডশেডিং হচ্ছে। দেশের কোথাও কোথাও দিনে ১৩ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকার ঘটনাও ঘটেছে। চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ডিজেল এবং গ্যাসের সরবরাহ না থাকায় বিদ্যুৎ উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন; বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে অর্থ চেয়েছে। তবে সেই অর্থের পরিমাণ কত তা তিনি প্রকাশ করেননি।
বাংলাদেশের একটি জাতীয় দৈনিক সংবাদ প্রকাশ করেছে; সম্প্রতি বাংলাদেশ প্রতিনিধিদের ওয়াশিংটন সফরের পর তারা এই ৪.৫ বিলিয়ন ডলার চেয়েছে।
পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম এএফপিকে বলেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ একটি ‘সঙ্কটময়’ সময় পর করছে।