প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

আইসিউতে সমরেশ মজুমদার

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুন ২০২১ ১৩:৫৫:৫৮ | আপডেট: ৪ years আগে
আইসিউতে সমরেশ মজুমদার

ভারতের প্রখ্যাত লেখক সমরেশ মজুমদারকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়েছে।

এর আগে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

ভারতীয় গণমাধ্যম বলছে, শ্বাসকষ্টজনিত জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতের প্রখ্যাত এই লেখক। শুক্রবার বিকাল থেকেই নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল তার।

তবে সমরেশ মজুমদারের করোনা টেস্টের ফলাফল নেভেটিভ এসেছে।

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম বলছে, প্রখ্যাত এ সাহিত্যিকের চিকিৎসকার জন্য তিন সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। শ্বাসনালীর সংক্রমণের জন্য তিনি শ্বাসকষ্টে ভুগছেন।