ইউক্রেনের মারিউপোলে রুশ বাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানিয়েছে ইস্পাত কারখানার সুড়ঙ্গে অবরুদ্ধ সেনারা।
বৃহস্পতিবার পর্যন্ত টানা দু’মাস ধরে দেশটির কৌশলগত বন্দর নগরী মারিউপোলে রুশ সেনাদের ক্রমবর্ধমান আক্রমণে শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
ওই সেনাদের মধ্যকার এক কমান্ডারের স্ত্রী ক্যাটরিনা প্রোকোপেনকো জানান, তারা ‘শেষ পর্যন্ত প্রতিরোধের’ অঙ্গীকার করেছে।
তিনি বলেন, তার স্বামী আজভ রেজিমেন্টের কমান্ডার ডেনিস প্রোকোপেনকোর সঙ্গে তার টেলিফোনে কথা হয়েছে। ‘তারা আত্মসমর্পণ করবে না। তারা কেবল একটি অলৌকিক ঘটনার (ঈশ্বরের সাহায্যের) আশা করছে।’
এদিকে আগামী সোমবার রাশিয়ার বিজয় দিবস। এ দিনটি রাশিয়ার ক্যালেন্ডারে সবচেয়ে বড় দেশপ্রেম দিবস, যা নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়কে নির্দেশ করে।
রাশিয়ার সাম্প্রতিক অনুমান অনুযায়ী প্রায় দুই হাজার ইউক্রেনীয় যোদ্ধা মারিউপোলের বিস্তৃত আজোভস্টাল ইস্পাত কারখানার নিচে টানেল এবং বাঙ্কারগুলোর একটি গোলকধাঁধায় আটকে আছে। এছাড়া কয়েকশ’ বেসামরিক লোকও সেখানে আটকে আছে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার গভীর রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার রাতের ভিডিও ভাষণে বলেছেন, ‘অনেক আহত (যোদ্ধা) আছে, কিন্তু তারা আত্মসমর্পণ করছে না। তারা তাদের অবস্থান ধরে রেখেছে।’
তিনি বলেন, অব্যাহত রুশ হামলার ফলে বাকি বেসামরিক লোকদের সরিয়ে নেয়া সম্ভব হচ্ছেনা।