প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

আফগানদের কাছে ক্ষমা চাইলেন আশরাফ গনি

আন্তর্জাতিক ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২১ ১৩:১৯:৫১ | আপডেট: ৩ years আগে
আফগানদের কাছে ক্ষমা চাইলেন আশরাফ গনি
আশরাফ গনি

ইচ্ছা না থাকলেও তালেবান কাবুলে প্রবেশের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় আফগান জনগণের কাছে ক্ষমা চেয়েছেন দেশটির ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি।

বুধবার এক টুইটবার্তায় আফগানিস্তানের জনগণের কাছে ক্ষমা চান তিনি। তবে পালিয়ে যাওয়ার সময় কোষাগার থেকে টাকা নিয়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

আশরাফ গনির টুইটের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ১৫ আগস্ট তালেবান কাবুল দখলের পর রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতেই প্রেসিডেন্ট প্যালেসের নিরাপত্তায় নিয়োজিতদের অনুরোধে দেশ ছেড়েছেন তিনি।

জীবনের কঠিন এক সিদ্ধান্ত হলেও লাখ লাখ মানুষের জীবন রক্ষার স্বার্থে এছাড়া আর কোনো উপায় ছিল না বলেও টুইটবার্তায় উল্লেখ করেছেন গনি।

টুইটে আশরাফ গনি লিখেছেন, কাবুল ছেড়ে যাওয়া আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল। কিন্তু আমি মনে করি বন্দুক নীরব রাখা, কাবুল ও শহরের ৬০ লাখ মানুষের জীবন রক্ষার জন্য এছাড়া কোনো পথ ছিল না।

গনি আরও লিখেছেন, আমার উত্তরসূরীর মতো এমনভাবে আমার অধ্যায়ের সমাপ্তি ছিল গভীর বেদনা ও অনুতাপের। আমি ভিন্নভাবে এটির সমাধান করতে পারিনি বলে আফগান জনগণের কাছে ক্ষমা চাইছি।

প্রায় ২০ বছর অবস্থানের পর মার্কিন ও ন্যাটো বাহিনীর আফগানিস্তান ছাড়ার ঘোষণার পর থেকেই জোরালো হতে থাকে তালেবানের কাবুল দখলের তোড়জোড়। অবশেষে কাবুলে ঢুকে পড়লেও দেশ ছেড়ে পালান সাবেক প্রেসিডেন্ট গনি। সে সময় তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল পালানোর সময় গাড়ি ও ব্যাগভর্তি করে প্রায় ১৭ কোটি মার্কিন ডলার সঙ্গে নিয়ে দেশ ছেড়েছেন তিনি।