প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

আফগানিস্তান ছেড়েছে ৯০ শতাংশের বেশি মার্কিন সেনা: পেন্টাগন

আন্তর্জাতিক ডেস্ক
০৭ জুলাই ২০২১ ১২:৫৬:১০ | আপডেট: ৩ years আগে
আফগানিস্তান ছেড়েছে ৯০ শতাংশের বেশি মার্কিন সেনা: পেন্টাগন

আফগানিস্তান থেকে ৯০ শতাংশেরও বেশি মার্কিন সৈন্য প্রত্যাহারের কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন।

মঙ্গলবার এসব তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

পেন্টাগনের কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, সেপ্টেম্বর পর্যন্ত বেধে দেওয়া সময়ের আগেই আফগানিস্তান সেনা প্রত্যাহারের কাজ শেষ করতে কাজ চলছে। আফগান নিরাপত্তা বাহিনীর কাছে সাবেক সাতটি মার্কিন ঘাঁটি ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে অধিকাংশ সরঞ্জামও সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।

এর আগে শুক্রবার কাবুলের উত্তরে অবস্থিত সবচেয়ে বড় বাগরাম বিমান ঘাঁটি আফগান বাহিনীর কাছে হস্তান্তর করেছে মার্কিন সেনারা। গত দুই দশকের সংঘাতের অধিকাংশ সময়জুড়ে এ বিমান ঘাঁটিটি ছিল আফগানিস্তানে মার্কিন সামরিক অভিযান পরিচালনার প্রধান কেন্দ্র।

পেন্টাগন আরও জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশ মতো মার্কিন সৈন্য ও বেসামরিক নাগরিক প্রত্যাহারের অধিকাংশ প্রক্রিয়া গত এপ্রিলে সম্পন্ন করা হয়েছিল।

এদিকে বাইডেনের নির্দেশের সময় সরকারিভাবে প্রায় আড়াই হাজার মার্কিন সৈন্য এবং ১৬ হাজার বেসরকারি ঠিকাদার আফগানিস্তানে অবস্থান করছিলেন। এছাড়াও সরকারি হিসাবের বাইরে মার্কিন বিশেষ বাহিনীর প্রায় এক হাজার সদস্য আফগানিস্তানে কর্মরত ছিলেন।

বাগরাম বিমান ঘাঁটি আফগানদের কাছে হস্তান্তরের পর হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি জানিয়েছিলেন, আগস্টের শেষ নাগাদ সৈন্য প্রত্যাহারের কাজ শেষ হবে বলে আমরা আশা করছি।