প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

আফগানিস্তানে আকস্মিক বন্যায় ৮০ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুলাই ২০২১ ১৩:২৯:২২ | আপডেট: ৩ years আগে
আফগানিস্তানে আকস্মিক বন্যায় ৮০ মৃত্যু

আফগানিস্তানের পূর্বাঞ্চলে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় নারী, শিশুসহ কমপক্ষে ৮০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিধ্বস্ত হয়েছে অনেকের ঘরবাড়ি। আর বাড়িঘর হারিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন গৃহহারা লোকজন।

এদিকে বন্যায় বিধ্বস্ত ওই প্রদেশটি তালেবানদের নিয়ন্ত্রণে রয়েছে। তালেবানের দাবি, বন্যায় ১৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

নিউইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে বলছে, আফগানিস্তানের নুরিস্তান প্রদেশের কামদেশ এলাকায় প্রবল বৃষ্টিপাতের পর আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বন্যায় প্রায় ২০০ ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে।

নুরিস্তান প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে নারী-শিশুও রয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও কয়েকশ’ মানুষ।

নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে এখনও উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবীরা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন তারা।

এদিকে কামদেশে কর্মরত এক প্রকৌশলী আফগান সাংবাদিকদের বলেছেন, বন্যায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যেতে পারে।