প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

আফগানিস্তানে গাড়ি বোমা হামলায় প্রাদেশিক গভর্নর নিহত

নিজস্ব প্রতিবেদক
০৬ জুন ২০২৩ ১৫:৫৭:৩১ | আপডেট: ১০ মাস আগে
আফগানিস্তানে গাড়ি বোমা হামলায় প্রাদেশিক গভর্নর নিহত
পুরনো ছবি

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাদাখশান প্রদেশের ভারপ্রাপ্ত গভর্নর নিসার আহমেদ আহমাদি গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রদেশটির মুখপাত্র।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় গাড়িতে নিসার আহমেদ আহমাদি ও তার গাড়িচালক ছিলেন। হামলায় তারা দুইজনেই নিহত হয়েছেন।

কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বোমা হামলাকারী গাড়ি বোঝাই বিস্ফোরক নিয়ে আহমাদির গাড়িতে হামলা চালান। গত মাসে তিনি ভারপ্রাপ্ত গভর্নর হিসেবে দায়িত্ব পান।

বাদাখশান প্রদেশের তথ্য মন্ত্রণালয়ের প্রধান মাহযুদ্দিন আহমাদি বলেন, নিসার আহমেদ ও তার গাড়িচালক হামলায় নিহত হয়েছেন। সেইসঙ্গে আরও ছয়জন বেসামরিক লোক আহত হয়েছে।

তবে এ হামলায় দায় এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি বলে তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে।

২০২১ সালের আগস্টে আফগানিস্তানে ক্ষমতা দখলে নেয় তালেবান কর্তৃপক্ষ। এরপর থেকে দেশটিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতিতে পৌঁছেছে। দেশটিতে প্রায়শই একের পর এক হামলার ঘটনা ঘটছে।

গত বছরের ডিসেম্বরে আত্মঘাতী হামলায় নিহত হন প্রাদেশিক পুলিশ বাহিনীর প্রধান। এ হামলার দায় স্বীকার করেছিল আইএস। এ ছাড়া গত বছরের এপ্রিলে হামলায় নিহত হয় খনি বিভাগের প্রধান।