প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

আফগানিস্তানে বন্যায় নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক
০৫ মে ২০২২ ১৭:২৯:৫৫ | আপডেট: ২ years আগে
আফগানিস্তানে বন্যায় নিহত ২২
সংগৃহীত

মানবিক সংকট কাটিয়ে ওঠার আগেই ভারী বৃষ্টি ও বন্যার মুখোমুখি হয়েছে আফগানিস্তান। এতে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বৃষ্টি-বন্যায় প্রাণহানির এ তথ্য জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা। এ ছাড়াও দেশটিতে শত শত বাড়িঘর ধ্বংস এবং আবাদি জমির ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর রয়টার্সের।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের যোগাযোগ ও তথ্য বিভাগের প্রধান হাসিবুল্লাহ শেখাইনি বলেছেন, ভারী বৃষ্টি ও বন্যায় দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বাদঘিস, ফারিয়াব এবং উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশ সবেচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ১২টি প্রদেশে বন্যা ও বৃষ্টিতে অন্তত ২২ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। ৫০০ বাড়িঘর ধ্বংস, দুই হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত, ৩০০ গবাদিপশুর মৃত্যু হয়েছে।

এছাড়াও প্রায় তিন হাজার একর জমির শস্যের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

প্রাকৃতিক এ দুর্যোগ মোকাবিলায় রীতিমতো বেগ পোহাচ্ছে সদ্য সময়ে দায়িত্ব নেয়া তালেবান সরকার। তবে ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তা করছে রেডক্রস। অন্যান্য আন্তর্জাতিক দাতব্য সংস্থার কাছে দেশটি সহায়তা চাইবে বলেও জানা গেছে।