প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

আফগানিস্তানে মন্ত্রীর বাড়িতে হামলার দায় স্বীকার তালেবানের

আন্তর্জাতিক ডেস্ক
০৫ আগস্ট ২০২১ ১১:৫৯:২৫ | আপডেট: ৩ years আগে
আফগানিস্তানে মন্ত্রীর বাড়িতে হামলার দায় স্বীকার তালেবানের

আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদীর বাড়িতে বোমা ও বন্দুক হামলার দায় স্বীকার করেছে তালেবান।

বুধবার এক বিবৃতিতে মন্ত্রীর বাসভবনের ওই হামলার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার কথা জানান তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

তালেবান যোদ্ধাদের উপর সরকারি হামলার প্রতিশোধ হিসেবে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ওই বিবৃতিতে জানানো হয়।

জবিহুল্লাহ মুজাহিদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কাবুল সরকারের বিভিন্ন পদক্ষেপের জবাবেই বিসমিল্লাহ খান মোহাম্মদীর বাড়িতে হামলা চালানো হয়েছে। মন্ত্রীর বাড়িতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক লক্ষ্য করেই ওই হামলা চালানো হয়।

ভবিষ্যতেও আফগানিস্তানের শীর্ষ সরকারি কর্মকর্তাদের উপর হামলা চালানো হতে পারে বলে এসময় হুমকি দিয়েছেন এই তালেবান নেতা।

এর আগে স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে প্রতিরক্ষা মন্ত্রীর বাড়িতে বোমা ও বন্দুক হামলা চালানো হয়। এ হামলায় অন্তত চার জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১১ জন।

এদিকে আফগান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার সময় প্রতিরক্ষা মন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদী বাড়িতে ছিলেন না। ঘটনার পরপরই তার পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয় দেশটির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এসময় আফগান সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছিল, নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে হামলাকারীদের সবাই নিহত হয়েছে।