আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কুন্দুজের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট-খোরাসান (আইএস-কে) গ্রুপ।
শুক্রবার জুমার নামাজ চলাকালে হঠাৎই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রাণ যায় অন্তত ৫৫ জনের। আহত হয়েছেন আরও বহু মানুষ।
ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের অনুমোদিত আঞ্চলিক গোষ্ঠী আইএস-কে। এটি আফগানিস্তান ও পাকিস্তানে সক্রিয়। আইএস-কে দেশটিতে তালেবান শাসনের চরম বিরোধিতা করছে। দেশটির পূর্বাঞ্চলে সম্প্রতি বেশ কিছু বোমা হামলা চালিয়েছে এই গোষ্ঠী।
জানা যায়, আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী চলে যাওয়ার পর এটি সবচেয়ে মারাত্মক হামলা।
কুন্দুজ আফগানিস্তান ও তাজিকিস্তানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক স্থান। তালেবান ক্ষমতা দখলের পর এই স্থানটি ভয়াবহ সংঘাতপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। এখানকার শিয়া মুসলমানরা প্রায় সুন্নি চরমপন্থিদের হিংসাত্মক হামলা শিকার হন। হাসপাতাল, মসজিদ, সভা সমাবেশ ও যানবাহনসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়।
এর কয়েকদিন আগে কাবুলের একটি মসজিদে হামলায় বেশ কয়েকজন নিহত হওয়ার পর আবার এই সহিংসতার ঘটনা ঘটলো।