আফগানিস্তানের পূর্বাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
এ হামলায় গোষ্ঠীটির একজন সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেনা কর্মকর্তারা।
শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের নানগাহার প্রদেশে অবস্থানরত আইএস-কে গ্রুপের একজন পরিকল্পনাকারীকে লক্ষ্য করে এই অভিযান চালায় যুক্তরাষ্ট্র।
প্রাথমিক তথ্য বলছে, নানগাহারে যে ব্যক্তিকে লক্ষ্য করে ড্রোন হামলাটি চালানো হয়েছে, তার মৃত্যু হয়েছে।
এদিকে ড্রোন হামলার তথ্য নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের ক্যাপ্টেন বিল আরবান বলেন, ‘আফগানিস্তানের নানগাহার প্রদেশে মনুষ্যবিহীন ড্রোন হামলা চালানো হয়েছে। এতে কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে হামলার পরিকল্পনাকারীদের একজন নিহত হয়েছে। হামলায় কোনো বেসামরিক নাগরিক মারা যায়নি।’
এর আগে বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে জোড়া আত্মঘাতী হামলা ও বন্দুকধারীদের গুলিতে মার্কিন সেনাসহ শতাধিক মানুষ নিহত হয়েছে। বিমানবন্দরে হামলার পর আইএসের খোরাসান শাখা আইএস-কে হামলার দায় স্বীকার করে।