প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

আফগানিস্তানে ১ দিনে তালেবানের ১৪১ হামলা

আন্তর্জাতিক ডেস্ক
০৪ মে ২০২১ ১৭:৪৬:০৭ | আপডেট: ৩ years আগে
আফগানিস্তানে ১ দিনে তালেবানের ১৪১ হামলা

আফগানিস্তানে গত ২৪ ঘণ্টায় ১৪১টি হামলা চালিয়েছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তালেবান। এক প্রতিবেদনে হামলার এ খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম টোলো নিউজ।

সংবাদমাধ্যমটি জানিয়েছ, তালেবানের ওই হামলা থেকে দেশটির কোনো প্রদেশ বাদ যায়নি। এতে অন্তত ২০ জন নিহত হয়েছে। ওই হামলায় নিহত হয়েছেন দেশটির নিরপত্তা বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

টোলো নিউজের এক পরিসংখ্যানে দেখা গেছে, দেশটিতে গত এক মাসে তালেবানের হামলায় অন্তত ৪৩৮ জন মানুষ নিহত হয়েছে। সেইসঙ্গে আহত হয়েছে আরও অন্তত ৫০০ জন মানুষ

প্রসঙ্গত, দেশটি থেকে ন্যাটো জোটের সৈন্য প্রত্যাহার করার শেষ সময়সীমা ছিল গত ১ মে। যুক্তরাষ্টের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তালেবানের হওয়া চুক্তিতে সেটাই ছিলো। তবে দেশটির নতুন প্রেসিডেন্ট জো বাইডেন সেনা প্রত্যাহারে আরও বেশি সময় নিচ্ছেন, যাকে ভালোভাবে নেয়নি তালেবান। ফলে ১ মে’র পর থেকে হামলা তীব্রতা বৃদ্ধি করেছে গোষ্ঠীটি।  

উল্লেখ্য, গত শনিবার থেকে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হয়েছে। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সেনা প্রত্যাহার শুরুর কয়েক দিন পরই মার্কিন সেনা প্রত্যাহার শুরু হলো। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আফগানিস্তানে এখনো ন্যাটো জোটের ৯ হাজার ৬০০ সেনা রয়েছে। এর মধ্যে অন্তত ২ হাজার ৫০০ সেনা আমেরিকান।