প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

আফগানিস্তানে ৪.৩ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুলাই ২০২৩ ১১:১২:২৩ | আপডেট: ২ years আগে
আফগানিস্তানে ৪.৩ মাত্রার ভূমিকম্প

আফগানিস্তানের ফয়জাবাদের ১৮৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্ব অঞ্চলে ৪ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এক টুইট বার্তায় এই তথ্য জানিয়েছে। এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, শনিবার (১৫ জুলাই) মধ্য রাতে ভূমিকম্পটি হয়। ভূমিকম্পটি কেন্দ্রের ২১৫ কিলোমিটার গভীরে রেকর্ড করা হয়।

এর আগে ২৬ জুন, ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) তথ্য অনুসারে, আফগানিস্তানের দক্ষিণ-পূর্ব ফয়জাবাদে ৪ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের গভীরতা রেকর্ড করা হয়েছে ৩১ কিলোমিটার।