প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

আবারও টাটা গ্রুপের হাতে এয়ার ইন্ডিয়ার মালিকানা

আন্তর্জাতিক ডেস্ক
০৮ অক্টোবর ২০২১ ২০:৪০:০৪ | আপডেট: ৩ years আগে
আবারও টাটা গ্রুপের হাতে এয়ার ইন্ডিয়ার মালিকানা

দীর্ঘ ৬৮ বছর পর আবারও এয়ার ইন্ডিয়ার মালিকানা পেয়েছে টাটা গ্রুপ।

শুক্রবার অনুষ্ঠিত নিলামে প্রায় ১৮ হাজার কোটি টাকায় এয়ার ইন্ডিয়া কিনে নেয় প্রতিষ্ঠানটি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতীয় সরকার জানায়, নিলামে প্রায় ১৮ হাজার কোটি টাকা দর হাঁকায় টাটা গ্রুপ। এছাড়া এয়ার ইন্ডিয়ার মালিকানা পেতে দ্বিতীয় সর্বোচ্চ ১৫ হাজার ১০০ কোটি টাকার দর হাঁকিয়েছিলেন স্পাইসজেটের প্রধান অজয় সিং।

জানা গেছে, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে টাটা গ্রুপের কাছে এয়ার ইন্ডিয়ার হস্তান্তর প্রক্রিয়া শেষ হবে। হস্তান্তরের পর মোট ৪৬ হাজার ২৬২ কোটি টাকার ঋণ থাকবে এয়ার ইন্ডিয়ার। এই ঋণ এয়ার ইন্ডিয়া অ্যাসেটস হোল্ডিং লিমিটেডের (এআইএএইচএল) নামে রয়েছে।

এর আগে চলতি বছর আগস্টের শেষে এয়ার ইন্ডিয়ার মোট ঋণ ছিল ৬৫ হাজার ৫৬২ কোটি টাকা।

এদিকে হস্তান্তর প্রক্রিয়া শেষ হলে এয়ার ইন্ডিয়ার ৪ হাজার ৪০০টি অভ্যন্তরীণ এবং ১ হাজার ৮০০টি আন্তর্জাতিক অবতরণ ও পার্কিং স্লটের মালিক হবে টাটা গ্রুপ। এছাড়াও লন্ডনের হিথ্রো এয়ারপোর্টসহ আন্তর্জাতিক বিমানবন্দরের ৯০০টি স্লটের নিয়ন্ত্রণ পাবে প্রতিষ্ঠানটি।

টাটা গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১ বছর এয়ার ইন্ডিয়া কোনো কর্মীকে ছাঁটাই করা হবে না। এক বছর পর কর্মীদের স্বেচ্ছায় অবসর গ্রহণের সুযোগ দেওয়া হবে।

এদিকে আগামী ৫ বছর এয়ার ইন্ডিয়া ব্র্যান্ড, লোগো ট্রান্সফার করতে পারবে না টাটা গ্রুপ। তবে পাঁচ বছর পর কোম্পানিটি বিক্রি করতে চাইলে কোনো ভারতীয় প্রতিষ্ঠানের কাছে এটি বিক্রি করতে হবে।

এর আগে ১৯৩২ সালে টাটা গ্রুপের হাত ধরে টাটা এয়ারলাইন্স নামে এয়ার ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল। কিংবদন্তি শিল্পপতি জে.আর.ডি. টাটা সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন।

১৯৪০ সালে বাণিজ্যিক পরিবহণ শুরু করে সংস্থাটি। এরপর ১৯৫৩ সালে এয়ার ইন্ডিয়ার জাতীয়করণ করা হয়েছিল।