করোনাভাইরাসের উর্ধ্বগতির কারণে আগস্টের শেষ নাগাদ বাংলাদেশসহ আরও দশ দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়িয়েছে ফিলিপাইন। শুক্রবার দেশটির রাষ্ট্রপতির মুখপাত্র এ কথা জানান। খবর রয়টার্সের।
ফিলিপাইন কর্তৃপক্ষ জানিয়েছে দেশটিতে গত চার মাসে করোনাভাইরাসের সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বেড়েছে। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মত সেখানে ১২ হাজার এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। যা সেখানে হাসপাতালগুলোর ধারণক্ষমতার প্রায় কাছাকাছি।
ভ্রমণের এ নিষেধাজ্ঞা প্রথম ২ এপ্রিল পর্যন্ত আরোপ করা হয়েছিল। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় সেটি বেশ কয়েকবার পরিবর্তন করা হয়। নিষেধাজ্ঞা আরোপ করা দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, সংযুক্ত আরব আমিরাত, ওমান, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া।
ফিলিপাইনের রাষ্ট্রপতির মুখপাত্র হ্যারি রোক এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে করোনাভাইরাসের কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ ১৬ আগস্ট থেকে বাড়িয়ে ৩১ আগস্ট করার অনুমোদন দিয়েছেন।