চীনের হুবেই প্রদেশের উহান শহরে আবারও লকডাউন দিয়েছে কর্তৃপক্ষ। কয়েকজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় লকডাউন জারি করেছে কর্তৃপক্ষ। (খবর বিবিসি’র)
প্রায় ১০ লাখ মানুষ এই অঞ্চলে বাস করে।
করোনা শনাক্তের পর থেকেই চীন জিরো কোভিড নীতি অনুসরণ করছে। এর ফলে অন্যান্য দেশের তুলনায় চীনে অনেক কম মৃত্যু হয়েছে।
১২ মিলিয়ন লোকের শহর উহানে দু’জন উপসর্গহীন রোগী শনাক্ত হওয়ার পরই ফের গণহারে শনাক্তকরণ শুরু হয়েছে।
আমেরিকার জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, ২০১৯ সালে মহামারি শুরু হওয়ার পর থেকে চীনে ২.২ মিলিয়নেরও বেশি শনাক্ত এবং ১৪ হাজার ৭২০ জনের মৃত্যু হয়েছে।