প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

আমাজনে রেইন ফরেস্টে উড়োজাহাজ বিধ্বস্ত, সব আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৯:০৩:২২ | আপডেট: ৭ মাস আগে
আমাজনে রেইন ফরেস্টে উড়োজাহাজ বিধ্বস্ত, সব আরোহী নিহত

ব্রাজিলের আমাজন রেইন ফরেস্টে শনিবার (১৬ সেপ্টেম্বর) একটি ছোট যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৪ আরোহীর সবাই নিহত হয়েছেন। আমাজোনাস রাজ্যের গভর্নর উইলসন লিমা বিষয়টি সম্পর্কে জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) লিমা বলেন, ‘শনিবার বার্সেলোসে উড়োজাহাজ বিধ্বস্তের শিকার ১২ জন যাত্রী ও ২ ক্রু সদস্যের মৃত্যুতে আমি গভীরভাবে দুঃখপ্রকাশ করছি।’

স্থানীয় গণমাধ্যমে বলা হয়, এমব্রায়ার পিটি-এসওজি উড়োজাহাজটি আমাজোনাস রাজ্যের রাজধানী এবং আমাজনের বৃহত্তম শহর মানাউস থেকে উড্ডয়ন করেছিল এবং ভারী বৃষ্টির মধ্যে অবতরণের চেষ্টা করার সময় এটি বিধ্বস্ত হয়।

এতে আরও বলা হয়, যাত্রীরা ব্রাজিলের পর্যটক ছিলেন, যারা মাছ ধরতে যাচ্ছিলেন।

গ্লোবো টেলিভিশন নেটওয়ার্কের পোস্ট করা ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানটি কাদা ময়লার ওপর পড়ে আছে এবং বিমানের সামনের অংশ সবুজ পাতায় ঢেকে আছে। কয়েক ডজন লোককে ছাতা হাতে পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

বিমান বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ব্রাজিলের বিমান বাহিনী তথ্য সংগ্রহ এবং দুর্ঘটনার তদন্তের জন্য ব্যবহার করা যেতে পারে এমন কোনো প্রমাণ সংরক্ষণের জন্য মানাউস থেকে একটি দল প্রেরণ করেছে।