প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

আরও ৩ দেশে ছড়ালো মাঙ্কিপক্স

আন্তর্জাতিক ডেস্ক
২৫ মে ২০২২ ১১:২২:২৭ | আপডেট: ২ years আগে
আরও ৩ দেশে ছড়ালো মাঙ্কিপক্স

ক্রমশই বিশ্বব্যাপী ছড়াচ্ছে মাঙ্কিপক্স। নতুন করে ছড়িয়েছে আরও তিন দেশে। সেগুলো হলো- সংযুক্ত আরব আমিরাত, চেক প্রজাতন্ত্র ও স্লোভেনিয়া। এ নিয়ে মোট ২১টি দেশে মাঙ্কিপক্স শনাক্ত হলো। খবর বিবিসির।

খবরে বলা হয়, মাঙ্কিপক্স সাধারণত আফ্রিকার দেশগুলোয় শনাক্ত হয়। কিন্তু এবার তা ছড়িয়েছে উত্তর আমেরিকা, ইউরোপ ও অস্ট্রেলিয়ায়। যদিও বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ মানুষের মধ্যে এর ঝুঁকি এখনো খুব একটা নেই।

মঙ্গলাবার একজন শনাক্তের বিষয়টি সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন- যেভাবে ছড়ায় মাঙ্কিপক্স

তারা জানান, আক্রান্ত ব্যক্তি সম্প্রতি পশ্চিম আফ্রিকা ভ্রমণে গিয়েছিলেন। সেখান থেকেই সে আক্রান্ত হন, তাকে এখন চিকিৎসা দেওয়া হচ্ছে। যেকোনো প্রাদুর্ভাব মোকাবিলায় পূর্ণ প্রস্তুতি আছে তাদের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, আফ্রিকার বাইরে যেসব দেশে সাধারণত এটি শনাক্ত হয় না, সঠিক পদক্ষেপ নিয়ে সেসব দেশে এ রোগের প্রকোপ নিয়ন্ত্রণ করা সম্ভব।

আফ্রিকার বাইরে এখন পর্যন্ত মাঙ্কিপক্সে আক্রান্ত হিসেবে শনাক্ত ও সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ২৩৭। বিশ্বজুড়ে স্বাস্থ্য কর্তৃপক্ষ ভাইরাসটির প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে পরিকল্পনা ঘোষণা করছে।