আর্জেন্টিনায় দূষিত মাদক সেবন করে ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন আরও অর্ধশতাধিক ব্যক্তি।
বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, বুধবার দক্ষিণ আমেরিকার এই দেশটির বুয়েন্স আয়ার্স প্রদেশে এ ঘটনা ঘটে।
এছাড়া অসুস্থদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আর্জেন্টিনার কর্মকর্তা ও স্থানীয় সংবাদমাধ্যম বুধবার জানায়, কোকেন সেবনের পর দেশটিতে ১৭ জন প্রাণ হারিয়েছেন। ভুক্তভোগীদের সেবন করা ওই কোকেনে দূষিত কোনো কিছু ছিল বলে সন্দেহ করা হচ্ছে। বুয়েন্স আয়ার্স প্রদেশের বেশ কয়েকটি শহরজুড়েই প্রাণহানির এই ঘটনা ঘটেছে।
বুয়েন্স আয়ার্স আর্জেন্টিনার সবচেয়ে জনবহুল প্রদেশ। দক্ষিণ আমেরিকার এই দেশটির জাতীয় রাজধানীর নামও একই। রাজধানী শহরের ঠিক বাইরে অনেকগুলো শহরতলিতে বহু মানুষ বসবাস করেন।
বুয়েন্স আয়ার্স প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, মাদক সেবনের পর প্রাণ হারানোদের কারও কারও আফিমের নেশা ছিল বলে ধারণা করছেন কর্মকর্তারা।
এতে আরও বলা হয়েছে, গুরুতর অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে।
এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।