ভারতে আসামে বন্যায় আরও নয় জনের মৃত্যু। এনিয়ে রাজ্যটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৪। এছাড়াও বন্যা পরিস্থিতির জেরে ২৮টি জেলার ১৮.৯৪ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার আসাম রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে এপিবি আনন্দ।
পরিসংখ্যান অনুযায়ী, বন্যার জেরে এই মুহূর্তে পানিতে তলিয়ে গেছে আসামের ২ হাজার ৯৩০টি গ্রাম। বন্যা-কবলিত জেলার ৪৩৩৩৮.৩৯ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। রাজ্যের বেকি, মানস, পালগাদিয়া, পুথিমারি, জিয়া ভারালি, কপিলি ও ব্রহ্মপুত্র নদ-নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে।
জানা যায়, বন্যায় রাজ্যের ১,০৮,১০৪ মানুষ ক্ষতিগ্রস্ত। তারা জেলা প্রশাসনের তৈরি ৩৭৩টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। যার মধ্যে শুধুমাত্র বাজালি জেলাতেই ৩.৫৫ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। এর পরে দারাংয়ে ২.৯০ লক্ষ মানুষ, গোয়ালপাড়ায় ১.৮৪ লক্ষ মানুষ, বরপেটায় ১.৬৯ লক্ষ মানুষ, নলবাড়িতে ১.২৩ লক্ষ মানুষ, কামরুপের ১.১৯ লক্ষা মানুষ ও হোজাই জেলার ১.০৫ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত।
এর আগে গত মাসেও আসামে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। সেসময় ২৫ জনের মৃত্যু হয়েছিল।
সরকারি সূত্রে জানা যায়, আসামের ২২টি জেলার সাড়ে ৬ লক্ষেরও বেশি মানুষ বন্যা (Flood) কবলিত। সবথেকে ক্ষতিগ্রস্ত নগাঁও। শুধুমাত্র এই জেলাতেই সাড়ে ৩ লক্ষের বেশি মানুষ বন্যা কবলিত। বন্যায় প্লাবিত হয় রাজ্যের সতেরোশোরও বেশি গ্রাম। প্রায় ৯৫ হাজার হেক্টর কৃষি জমি নষ্ট হয়ে যায়।যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। একাধিক এলাকায় শুধুমাত্র নৌকার মাধ্যমে যোগাযোগ করা যায়।